Image Source: Freepik

অনেকেই আরাম করে ল্যাপটপ কোলে নিয়ে কাজ করতে বসেন।

Image Source: Freepik

কোলে ল্যাপটপ রেখেই দীর্ঘক্ষণ কাজ করে যান।

Image Source: Freepik

চেয়ার-টেবিলে কাজ করে পিঠ ব্যথা, বিছানায় উঠে কোলে ল্যাপটপ।

Image Source: Freepik

দীর্ঘক্ষণ এভাবে কাজ করলে বিরাট ক্ষতি হতে পারে।

Image Source: Freepik

ল্যাপটপে অনেকক্ষণ কাজ করলে তা গরম হয়ে যায়।

Image Source: Freepik

এই উত্তাপ নাকি পুরুষদের বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

Image Source: Freepik

সারাক্ষণ ল্যাপটপ কোলে রাখলে কমতে পারে শুক্রাণুর সংখ্যা।

Image Source: Freepik

অন্তঃসত্ত্বাদের ল্যাপটপ কোলে রাখতে অনেক সময় নিষেধ করা হয়।

Image Source: Freepik

শুধু উত্তাপ নয়, এ থেকে নির্গত ইলেক্ট্রো-ম্যাগনেটিক তরঙ্গ অনেক ক্ষতি করে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।