Image Source: Freepik

বসে বসে টানা ৯-১০ ঘন্টা কাজ করতে হয়।

Image Source: Freepik

এর ফলে কোমরে ব্যথা হওয়া স্বাভাবিক।

Image Source: Freepik

মাঝে মাঝে এই ব্যথা এতটাই তীব্র হয় যে হাঁটাচলা করতে অসুবিধা হয়।

Image Source: Freepik

তবে রাতে একটু অন্য কায়দায় শুলে এই ব্যথার থেকে রেহাই পাওয়া যায়।

Image Source: Freepik

শোওয়ার সময় হাঁটুর তলায় বালিশ নিন। মাথার নিচে দুটো বালিশ নিন। যাতে মাথা কিছুটা উঁচু থাকে।

Image Source: Freepik

মাথা উচু রাখতে অসুবিধা হলে শোওয়ার সময় শুধু হাঁটুর তলায় বালিশ নিন।

Image Source: Freepik

উপুড় হয়ে শুলে পেটের নিচে একটা বালিশ নিয়ে নিন।

Image Source: Freepik

একপাশ ফিরে শুয়ে পায়ের ফাঁকে বালিশ নিন।

Image Source: Freepik

যেকোনও একপাশ ফিরে শোন।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।