Image Source: pixabay

চা অনেকেরই প্রিয় পানীয়। একবেলা চা না খেলেই যেন অস্থির লাগে।

Image Source: pixabay

হাই প্রেশারে চা খেলে বেশ কয়েকটি উপকার পাওয়া যায়।

Image Source: pixabay

একাধিক গবেষণায় দেখা গিয়েছে, চা প্রেশারের সমস্যা ১০ শতাংশ পর্যন্ত কমায়।

Image Source: pixabay

চায়ের‌ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখে।

Image Source: pixabay

পটাশিয়াম হার্ট ভাল রাখতে জরুরি।

Image Source: pixabay

চা খেলে হার্ট ও ধমনীর স্বাস্থ্য ভাল থাকে।

Image Source: pixabay

তবে উচ্চ রক্তচাপ কমাতে হলে গ্রিন টি-ই তুলনামূলকভাবে ভাল।

Image Source: pixabay

এর ক্যাটেচিন নামের বায়োঅ্যাক্টিভ যৌগ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয়।

Image Source: pixabay

তবে চা খেলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে।

Image Source: pixabay

ঘুমের সমস্য়াও হতে পারে। সেদিকটা নজর দেওয়া জরুরি।