গরম পড়তেই ঘামে ভিজে যাচ্ছে মাথা, আর তাতে সমস্যা বাড়ছে চুলে



বারংবার চুল আঁচড়ালেও কিছুতেই জট ছাড়ছে না সহজে, এই অবস্থায় কী করবেন?



সালফেট চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে, তাই চুলে ময়শ্চারাইজার বজায় রাখতে সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে



শ্যাম্পুর পর বাধ্যতামূলক কন্ডিশনার, কোনওভাবেই যা বাদ দেওয়া যাবে না



ডিপ কন্ডিশনিংয়ে চুল সতেজ এবং সজীব থাকে, নির্দিষ্ট সময় কন্ডিশনার রেখে ধুয়ে নিতে হবে



চুলে স্ট্রেটনার, ড্রায়ার ব্যবহার করলে রুক্ষ হয়ে যায়, তাই স্বাভাবিকভাবে চুল শুকাতে হবে



চুল ধোওয়ার সঙ্গে সঙ্গে ভেজাা অবস্থায় আঁচড়ালে রুক্ষ হতে শুরু করে, তাই চুল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে



সূর্যের অতিবেগুনি রশ্মি চুল রুক্ষ করে, তাই চুপি বা চুল রুক্ষ হওয়া রোধ করে এমন স্প্রে ব্যবহার করতে হবে



প্রতিদিন চুলে ধুলে বা শ্যাম্পু করলে চুলের স্বাভাবিক তেল নষ্ট হয়ে যায়, তাই নির্দিষ্ট সময় অন্তর চুল ধুতে হবে



পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে, তা ভেতর থেকে চুল ভাল রাখবে