জামা কাপড়ে রং নিয়ে বিব্রত ? হয়ত অফিস বা কাজে গিয়েছেন, আর তাতে লেগে গিয়েছে হোলির রং !



তবে কয়েকটি টোটকা জানা থাকলে, সহজেই তুলে ফেলতে পারবেন হোলির রং।



রং তুলতে হালকা গরম জল ব্যবহার করুন, বেশি গরম জল ব্যবহারে ফ্যাব্রিকের ক্ষতি



বেশি ক্ষারযুক্ত সাবান বা সোডা ব্যবহার করবেন না। তাহলে জামাকাপড়ের বারোটা বেজে যাবে।



দাগ তুলতে লেবুর রস এবং নুন একসঙ্গে ব্যবহার করতে পারেন।



রং তুলতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। জলের সঙ্গে বেকিং সোডার পেস্ট বানিয়ে দাগের উপর লাগান।



দই এবং মধুর সংমিশ্রণ করেও দাগ তোলায় ব্যবহার করতে পারেন।



বাজারে কিছু লিক্যুইড সোপ পাওয়া যায় যা দাগ তোলায় চোস্ত, বেছে বেছে দাগের উপরই ব্যবহার করতে হয়।



সরাসরি ওয়াশিং মেশিনে দেওয়ার আগে হাতে ধুয়ে নিন।