অনেকেই প্রতিদিন সকালে আমন্ড খেয়ে থাকেন। দিনে ২ থেকে ৩টে আমন্ড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকে আমন্ড জলে ভিজিয়ে রাখেন। তারপর খোসা ফেলে দিয়ে খান। কেউ বা শুকনো আমন্ডই খেয়ে নেন।

Published by: ABP Ananda

পেটের সমস্যা থাকলে অবশ্যই খোসা ফেলে আমন্ড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আর আমন্ড জলে ভিজিয়ে খেলে উপকার বেশি। তাই শুকনো আমন্ড না খেলে জলে ভিজিয়ে রেখে খান।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যেদিন সকালে আমন্ড খাবেন, তার আগের দিন রাতে কাচের বাটিতে জল দিয়ে আমন্ড ভিজিয়ে রাখতে পারলে সবচেয়ে ভাল হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কোন সময় আমন্ড খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে, এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চলুন জেনে নেওয়া যাক কোন সময় আমন্ড খেলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দু থেকে তিনটে আমন্ড খেয়ে নিন খোসা ছাড়িয়ে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকেই সকালে শরীরচর্চা করেন। তার আগে আমন্ড খেতে পারলে খুবই ভাল হবে। ওয়ার্ক আউট করার জন্য ভরপুর এনার্জি পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রাতে ঘুমোতে যাওয়ার আগেও খেতে পারেন আমন্ড। এর মধ্যে থাকা মেলাটোনিন ভাল ঘুম হতে সাহায্য করবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels