ত্বকের পরিচর্যায় একাধিক জিনিস ব্যবহারের পরেও তাতে কমে না সমস্যা

Published by: ABP Ananda

এক্ষেত্রে কার্যকর হতে পারে ঘরে থাকা চন্দনের বাটা বা চন্দন গুঁড়ো

Published by: ABP Ananda

ত্বকের জ্বালাপোড়া ভাব কমায় চন্দন, এক্সিমার মতো সমস্যা থাকলে তাও দূর করে

Published by: ABP Ananda

রোদে বেরোলে ত্বক পুড়ে যায়, তাতে ট্যান পড়ে ত্বকে, এই পোড়া ভাব দূর করে চন্দনের পেস্ট

Published by: ABP Ananda

ব্যাক্টেরিয়ার কারণে তৈরি হওয়া ব্রণ দূর করে চন্দন, কমাতে পারে দাগও

Published by: ABP Ananda

ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করে, ত্বকে তেলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে

Published by: ABP Ananda

চন্দন বাটা মুখে মাখলে মৃত কোষ দূর হতে পারে, ত্বক আরও বেশি সফট হয়

Published by: ABP Ananda

চন্দনের অ্যান্টিঅক্সিডেন্ট বলি রেখা এবং বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে

Published by: ABP Ananda

চন্দন কাঠ কালো দাগ এবং ব্রণর দাগ, লালভাব দূর করতে সাহায্য করে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda