দই খাওয়া উপকার ঠিকই, কিন্তু কখন খাবেন দই

Published by: ABP Ananda
Image Source: pexels

ভারতে অনেকেই রোজ দই খান

Image Source: pexels

দইতে থাকে ভালো ব্যাকটেরিয়া থাকে অর্থাৎ প্রোবায়োটিক থাকে।

Image Source: pexels

দই হজম ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের জন্য খুবই উপকারী।

Image Source: pexels

কিন্তু আপনি কি জানেন দই খাওয়ার সঠিক সময় কোনটা

Image Source: pexels

সকালে খালি পেটে দই খাবেন না, এতে গ্যাস বা পেট ব্যথা হতে পারে

Image Source: pexels

এছাড়াও, জলখাবারের সঙ্গে দই খান, এটি শক্তি এবং হজম দুটোই ভালো রাখে।

Image Source: pexels

এছাড়াও দুপুরের খাবারের সময় দই খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়।

Image Source: pexels

রাতের বেলা দই খেলে সর্দি কাশি বাড়তে পারে, যদি খেতেই হয় তবে তার সঙ্গে গোলমরিচ মিশিয়ে খান।

Image Source: pexels

দই ঠান্ডা প্রকৃতির হয়, তাই দিনের বেলা অল্প পরিমাণে খাওয়া ভালো, রাতে নয়।

Image Source: pexels