অনিদ্রায় কেটে

যায় গোটা রাত?

Published by: ABP Ananda

কিছু ফল এর

সমাধান করতে পারে

Published by: ABP Ananda

আনারসে মেলাটোনিন আছে,

যাতে ঘুম ভাল হয় রাতে

Published by: ABP Ananda

কলা পেশিকে শিথিল করে,

সেরোটোনিন, মেলাটোনিন বাড়ে

Published by: ABP Ananda

কিউয়ি ঘুম গভীর করে যেমন,

তেমন দীর্ঘ সময় ঘুমানো যায়

Published by: ABP Ananda

ব্লুবেরি মেলাটোনিন জোগায়,

অ্যান্টিঅক্সিড্যান্টও ঘুমের সহায়ক

Published by: ABP Ananda

প্যাশন ফ্রুটও খেতে

পারেন ভাল ঘুমের জন্য

Published by: ABP Ananda

কমলালেবুতে ভিটামিন সি থাকে,

শরীরকে জলের জোগান দেয়

Published by: ABP Ananda

আঙুরে প্রাকৃতিক

মেলাটোনিন রয়েছে

Published by: ABP Ananda

পেঁপেতে থাকা ম্যাগনেসিয়াম,

ভিটামিন বি-ও ঘুমে সহায়ক

Published by: ABP Ananda

চিকিৎসকের পরামর্শ

অনুযায়ী চলাই ভাল

Published by: ABP Ananda