ভাইফোঁটায় কপালে চন্দন-দই দেওয়া হয়।

কিন্তু কেন এই উপকরণই ব্যবহার হয় ?

মূলত এই উপকরণই যুগ যুগ ধরে চলে আসছে।

যার পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণও।

কপালে চন্দনের টিপ ধৈয্য বাড়িয়ে দেয়।

মস্তিষ্ক ঠাণ্ডা রাখতেও সাহায্য করে।

প্রাচীনকালে ঋষিরাও চন্দনের তিলক পরতেন।

কারণ এই উপকরণে মন শান্ত থাকে।

দইয়ের ফোঁটাতেও রয়েছে বিশেষ গুণ।

হিন্দু ধর্মে দইয়ের ফোঁটাকে শুভ ধরা হয়।