লিভার খারাপ হলে রাতে মেলে তার সংকেত

লিভার খারাপ হলে রাতভর ঘুমাতে নানা সমস্যা দেখা দিতে পারে

লিভার সিরোসিসের ২৫-৪০ শতাংশ রোগীদের অনিদ্রার সমস্যা হতে পারে

লিভার খারাপ হলে পেটে ব্যথা হতে থাকে। যে কারণে পেটের আকারও বাড়তে থাকে

রাতের দিকে ত্বকে চুলকানি, বিরক্তি বা ব়্যাশের মতো সমস্যাও লিভার ড্যামেজের কারণে হতে পারে

লিভার খারাপ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বারবার প্রস্রাব হয়। যে কারণে রাতে বারবার জাগতে হয়

বমি হওয়াও লিভার খারাপ হওয়ার বড় একটা লক্ষণ

যখন লিভার খারাপ হয়, তখন শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। যার জেরে ইউরিনের রং গাঢ় হলুদ হয়

শরীরের অনেক ব্যথাও লিভার-সংক্রান্ত সমস্যার সঙ্গে সম্পর্কিত

চোখ শুকিয়ে যাওয়া, চোখে ব্যথা ও দৃষ্টিশক্তিতে প্রভাব পড়া...এগুলিও লিভার খারাপ হওয়ার সংকেত হতে পারে