গোটা বিশ্বেই বছর বছর প্রচুর বিয়ে হয়। কিন্তু অনেকক্ষেত্রেই সেই বিয়ে টেকে না। সম্পর্কে ঘূণ ধরার প্রবণতা কিছু শহরে বেশি। সেদিক থেকে উপরের দিকে বেলজিয়াম ডিভোর্সের দিকে শতাংশের হারে ২.১ সাউথ কোরিয়াতেও ডিভোর্সরে হার বেশি। প্রতি বছরের ৪.৭ এর মধ্যে ২.২ শতাংশ। স্পেনে বিয়ে ও ডিভোর্সের হার প্রায় সমানুপাতিক। সেদিক থেকে ডিভোর্সের সংখ্যায় পিছিয়ে ভারত। ১০ শতাংশের মধ্যে ০.১ শতাংশ ডিভোর্স হয় ভারতে।