পুষ্টিগুণে সমৃদ্ধ, এতে আছে ভিটামিন A, C, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, রক্তচাপ বজায় রাখতে পারে

Published by: ABP Ananda

এতে আছে শরীরের প্রয়োজনীয় ফাইবার, যা হজমে সাহায্য করতে পারে এবং ওজন নিয়ন্ত্রণ সহায়ক

Published by: ABP Ananda

স্ট্রেস এবং প্রদাহ বিরোধী উপাদানে ভরপুর, এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য প্রয়োজনীয়

Published by: ABP Ananda

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে রাঙালু

Published by: ABP Ananda

বিটা ক্যারোটিন আছে রাঙালুতে যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে

Published by: ABP Ananda

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে এবং এনার্জি বাড়াতে সাহায্য করে রাঙালু

Published by: ABP Ananda

রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে রাঙালু , হার্টের রোগের আশঙ্কাও কমায়

Published by: ABP Ananda

সেদ্ধ হোক বা তরকারিতে অথবা চাট হিসেবে ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

প্রচুর পরিমাণে আয়রন আছে, অ্যানিমিয়া সমস্যা কমাতে সাহায্য করে

Published by: ABP Ananda

স্তনের ক্যান্সারের আশঙ্কা কমাতে পারে রাঙালু

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda