এই উৎসবে ভাই-বোনের মাঝের সম্পর্ক দৃঢ় হয়ে ওঠে। কার্তিক মাসের শুল্ক পক্ষের দ্বিতীয়ায় এটি পালিত হয়। শাস্ত্র মতে, কৃষ্ণ ভাইফোঁটা নেন এই দ্বিতীয়া তিথিতেই। দ্বিতীয়া তিথি শুরু হতে চলেছে ২ নভেম্বর শনিবার। দ্বিতীয়া তিথি শুরু শনিবার রাত ৮ টা ২৩ মিনিটে। দ্বিতীয়া তিথি শেষ হবে ৩ নভেম্বর রবিবার। রাত ১০ টা ৬ মিনিটে দ্বিতীয়া তিথি শেষ হবে। পূর্ববঙ্গে বহুক্ষেত্রে প্রতিপদে ভাইফোঁটা পালিত হয়। তাহলে সময়ের আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যান। উৎসবে মেতে উঠুন সব ভাইবোনকে নিয়ে।