আপনার পা দেখে বলে দেওয়া যাবে কোনো রোগ আছে কিনা।

Published by: ABP Ananda
Image Source: Freepik

কোনো কোনো রোগের লক্ষণ পায়ের মধ্যেই দেখা যায়।

Image Source: Freepik

পা ফুলে ওঠা হাইপারটেনশনের লক্ষণ।

Image Source: Freepik

কিডনি, লিভার বা হার্টের সমস্যার লক্ষণও দেখা যায় পায়ে।

Image Source: Freepik

অনেক সময় পায়ের ত্বকে জালের মত চিহ্ন দেখা যায়।

Image Source: Freepik

ইস্ট্রোজেনের মাত্রা বাড়লে, গর্ভাবস্থায় এই লক্ষণ ফুটে ওঠে।

Image Source: Freepik

পায়ের গোড়ালি ফাটে মূলত ভিটামিন বি ১২, ভিটামিন বি৩-র অভাবে।

Image Source: Freepik

পা যদি ঠান্ডা থাকে সবসময় তা আয়োডিনের ঘাটতিকে বোঝায়।

Image Source: Freepik

পা সবসময় খিঁচুনি ধরলে বা টান ধরলে ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik