এলাচ দুই ধরনের হয়ে থাকে- ছোট এলাচ ও বড় এলাচ।

এলাচ দুই ধরনের হয়ে থাকে- ছোট এলাচ ও বড় এলাচ।

Image Source: ABP Live

শুকনো কাশি হলে উপশম এনে দেবে বড় এলাচ।

শুকনো কাশি হলে উপশম এনে দেবে বড় এলাচ।

Image Source: Freepik

ছোট এলাচের মত দেখতে নয়, এর রঙ কালচে বাদামি।

ছোট এলাচের মত দেখতে নয়, এর রঙ কালচে বাদামি।

Image Source: ABP Live

এই বড় এলাচ কাশি থেকে রেহাই দিতে পারে।

এই বড় এলাচ কাশি থেকে রেহাই দিতে পারে।

Image Source: ABP Live

এর অনন্য স্বাদ ও গন্ধ অন্যান্য মশলার থেকে একে আলাদা করে।

এর অনন্য স্বাদ ও গন্ধ অন্যান্য মশলার থেকে একে আলাদা করে।

Image Source: ABP Live

এতে থাকে অ্যান্টি অক্সিড্যান্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান।

এতে থাকে অ্যান্টি অক্সিড্যান্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান।

Image Source: ABP Live

বড় এলাচের বীজের তেল জীবাণু সংক্রমণ আটকাতে পারে।

বড় এলাচের বীজের তেল জীবাণু সংক্রমণ আটকাতে পারে।

Image Source: ABP Live

তাই কাশি হলে বড় এলাচ দেওয়া চা খেলে আরাম পাওয়া যায়।

তাই কাশি হলে বড় এলাচ দেওয়া চা খেলে আরাম পাওয়া যায়।

Image Source: Freepik

আবার অল্প জলে বড় এলাচ ফুটিয়ে তাতে মধু মিশিয়ে খেলেও উপকার।

আবার অল্প জলে বড় এলাচ ফুটিয়ে তাতে মধু মিশিয়ে খেলেও উপকার।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: ABP Live