কালো জিরের তেল চুলের ফলিকলকে সক্রিয় করে তাতে চুলের বৃদ্ধি হয় দ্রুত
স্ক্যাল্পের স্বাস্থ্য ভাল রাখে কালো জিরে
প্রদাহ বিরোধী এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান আছে কালো জিরের মধ্যে, তাতে স্ক্যাল্পের স্বাস্থ্য ঠিক থাকে
গোড়া থেকে শক্ত করতে পারে চুল
ওমেগা-3 এবং ওমেগা-3-এর মতো ফ্যাটি অ্যাসিড, যা চুলের ফলিকলে পুষ্টি জোগায় ও গোড়া থেকে মজবুত করে
চুলের গঠনে সহায়ক কালো জিরে
শুষ্কতা কমায় কালো জিরা, এই তেল চুল এবং মাথার ত্বককে ময়শ্চারাইজ করতে পারে
কালো জিরের তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলকে দূষণ, অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করতে পারে
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।