অজান্তেই রক্ত জমাট বেঁধেছে, এই ৭ লক্ষণ এড়িয়ে গেলেই মহা বিপদ !

Published by: ABP Ananda
Image Source: Freepik

শরীরের ভিতরে অজান্তেই রক্ত জমাট বেঁধে থাকলে সমূহ বিপদ। বাইরে থেকে টেরও পাবেন না।



আগে থেকে কিছু লক্ষণ দেখে না বুঝলে মৃত্যু পর্যন্ত হতে পারে !



হঠাৎ শুকনো কাশি দেখা দিলে পালমোনারি এম্বলিজম বা ফুসফুসে রক্ত জমাট বাঁধার লক্ষণ। কিছুক্ষেত্রে কাশির সঙ্গে রক্তের ফোঁটাও আসতে পারে।



দুই হাত-পায়ের মধ্যে যে কোনও একটি ঠান্ডা বা অসাড় হয়ে যাওয়া অন্যতম লক্ষণ।



যদি চোখে রক্তসরবরাহকারী ধমনিতে রক্ত জমাট বাঁধে তাহলে এক চোখে হঠাৎ ঝাপসা দেখবে রোগী। কয়েক মিনিটেই চোখে স্ট্রোক হয়ে দৃষ্টিশক্তি হারাতে পারেন তিনি।



শ্বাস নেওয়ার সময় কাঁধে ব্যথা হলে সাবধান। ফুসফুসে রক্ত জমাট বাঁধতে পারে।



এক পায়ের ত্বকে লাল ফুসকুড়ির মত দেখা দিলে বুঝতে হবে গভীর শিরায় রক্ত জমাট বেঁধেছে।



চোয়াল বা ঘাড় শক্ত হয়ে যাওয়া, চোয়ালে ব্যথা হলে বুঝতে হবে হৃদরোগের সমস্যা রয়েছে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।