ব্রেন টিউমার নিয়ে সকলেরই শঙ্কা প্রবল



যে কোনও মাথা যন্ত্রণা প্রবল আকার নিলেই মনে আতঙ্ক হয়।



যে কোনও মাথা যন্ত্রণা মানেই কি আর ব্রেন টিউমার?



চিকিৎসকরা বলছেন, বিশেষ এক ধরনের মাথার যন্ত্রণা ব্রেন টিউমারের ইঙ্গিত হতে পারে।



ব্রেন টিউমারের মাথা ব্যথা সাধারণত পুরো মাথা জুড়ে হয়।



এই যন্ত্রণা সাধারণত সকালের দিকে প্রবল হয়।



কোনও রকম অ্যাসিডিটি বা অস্বস্তি ছাড়াই এই ব্যথার সঙ্গে বমি বেরিয়ে আসে।



আর বমি হয়ে গেলেই যন্ত্রণা কমে যায় , বলছেন চিকিৎসকরা।



মনে রাখবেন, কোনও ব্যথাকেই অবহেলা করা যাবে না।



অন্তত একটি সিটি স্ক্যান করিয়ে দেখে নেওয়া দরকার



চিকিৎসকরাই বুঝবেন কোন ব্যথা ব্রেন টিউমারের ইঙ্গিতবহ