অ্যালোভেরা জেলে আছে প্রাকৃতিকভাবে ঠান্ডা করার গুণ, তা ত্বকের গ্রন্থিগুলি আরাম দেয়

Published by: ABP Ananda

ভিটামিন A, C যুক্ত অ্যালোভেরা জেলর সঙ্গে আমন্ড ওয়েল মিশিয়ে মাখলে চুলকানি এবং স্ট্রেচ মার্কস দূর হয়

Published by: ABP Ananda

প্রাকৃতিক এক্সফলিয়েটর চিনি, যা মৃতকোষ দূর করে এবং রক্ত সঞ্চালনা বাড়ায়

Published by: ABP Ananda

চিনির গুঁড়োর সঙ্গে নারকেল তেল মিশিয়ে স্ট্রেচ মার্কস রয়েছে এমন জায়গায় ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

নারকেল এবং আমন্ড ওয়েলের মিশ্রণ দ্রুত ত্বকের ভেতরে ঢুকতে পারে

Published by: ABP Ananda

দু ধরনের তেলে সমপরিমাণ নিয়ে মিশিয়ে স্ট্রেচ মার্কস যেখানে রয়েছে সেখানে লাগাতার ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ লেবুর রসে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন C, ত্বক উজ্জ্বল করতে পারে

Published by: ABP Ananda

শসার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ট্রেচ মার্কসের উপর লাগালে পেতে পারেন ফল

Published by: ABP Ananda

অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিনে ভরপুর ডিমের সাদা অংশ, যা ত্বক হাইড্রেট রাখতে এবং দাগ দূর করতে পারে

Published by: ABP Ananda

ডিমের সাদা অংশ ফেটিয়ে ফোমের মতো করে তা স্ট্রেচ মার্কসের উপর ব্যবহার করুন, শুকিয়ে গেলে তা তুলে তেল বা ক্রিম লাগিয়ে ফেলুন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda