ঢ্যাঁড়সে আছে দ্রবণীয় ফাইবার, যা চিনি শোষণে বাধা দেয় এবং খাওয়ার পর রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে

Published by: ABP Ananda

প্রদাহ কমাতে পারে ঢ্যাঁড়স, এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা অক্সিডেটিভ স্টেস কমায়

Published by: ABP Ananda

ইনসুলিনের মতো যৌগ রয়েছে ঢ্যাঁড়সে, যা প্রাকৃতিকভাবে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে

Published by: ABP Ananda

ঢ্যাঁড়স এমন এক খাবার যা যে কোনওভাবেই ভাল লাগে খেতে, এতে উপস্থিত ফাইবারের গুণে দীর্ঘক্ষণ ভরা থাকে পেট

Published by: ABP Ananda

হজমে সাহায্য করে এই জল, পেটের স্বাস্থ্য খেয়াল রাখে যা ওজন কমানোর জন্য প্রয়োজন

Published by: ABP Ananda

এতে ক্যালোরির পরিমাণ প্রায় নেই বললেই চলে, যা শরীরকে হাইড্রেট রাখলেও ওজন বাড়ার আশঙ্কা নেই

Published by: ABP Ananda

ঢ্যাঁড়স কেটে এক গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে রাতে

Published by: ABP Ananda

সকালে ওই সবজি ছেঁকে নিয়ে জল পান করতে হবে খালি পেটে

Published by: ABP Ananda

খালি পেটে এই জল পানে পুষ্টি শোষণ হয় দ্রুত এবং শরীর টক্সিন মুক্ত হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda