সবজি কাটার পর বেশ খানিকটা বাড়তি থাকলে তা ফ্রিজে রেখে দেওয়াই স্বাভাবিক, কিন্তু বেশ কিছু সবজির ক্ষেত্রে এই পথ বদলাতে হবে
Published by: ABP Ananda
February 14, 2025
কাটা পেঁয়াজ ফ্রিজে রাখলে সালফার কমপাউন্ড এবং ময়শ্চার বেরিয়ে যায়, ফলে দ্রুত ফ্রিজে গন্ধ হয় এবং পেঁয়াজে স্বাদ থাকে না আগের মতো
Published by: ABP Ananda
February 14, 2025
রসুন কেটে রাখলে স্বাদ এবং গন্ধ বদলে যায়, একইসঙ্গে আঠালো হয়ে যেতে পারে; তাই রাখতে হবে ফ্রিজের বাইরে
Published by: ABP Ananda
February 14, 2025
অক্সিডেশনের কারণে আলু কেটে ফ্রিজে রাখলে তা বাদামি হয়ে যায়, স্টার্চের ধরনও বদলে যায়
Published by: ABP Ananda
February 14, 2025
টম্যাটো ফ্রিজে রাখলে জলের পরিমাণ বেড়ে যায় এবং স্বাদ নষ্ট হয়, তাই গোটা টম্যাটো রাখতে হবে ফ্রিজে
Published by: ABP Ananda
February 14, 2025
বেল পেপার অত্যন্ত খাস্তা সবজি, ফ্রিজে রাখলে সেই গুণ চলে যায়, একইসঙ্গে স্বাভাবিক ময়শ্চার নষ্ট হয়
Published by: ABP Ananda
February 14, 2025
কেটে শসা ফ্রিজে রাখলে হাইড্রেশন নষ্ট হয় এবং স্বাভাবিক স্বাদ বদলে যায়, তাই যতটা প্রয়োজন ততটাই নিয়ে বাকিটা গোটা রেখে দিতে হবে
Published by: ABP Ananda
February 14, 2025
আগে থেকে গাজর কেটে ফ্রিজে রাখলে তা শুকিয়ে যায়, এমনকী স্বাদও থাকে না আগের মতো
Published by: ABP Ananda
February 14, 2025
কাটার সঙ্গে অক্সিডাইজ় হয়ে যায় বেগুন, তাই স্বাদ এবং স্বাভাবিক অবস্থা রাখতে ঘরের তাপমাত্রায় রাখতে হবে
Published by: ABP Ananda
February 14, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।