অনেকে চা বা কফি ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেন এই সময় অনেক সময়ে জিভ পুড়ে যায়, জ্বালাজ্বালা অনুভব হয় যদি গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যায় জ্বালা অনুভব হয় সেই সময় ঠান্ডা জিনিস খেতে পারেন আইসক্রিম খেলে জিভে ঠান্ডা লাগবে যদি জিভে ফোসকা পড়ে তাও সহজে কমে যাবে, আরাম পাবেন জিভ পুড়ে গেলে ঠান্ডা দুধ খেতে পারেন এতে জিভে আরাম লাগবে, জ্বালা একদমই অনুভব হবে না কফি বা চা খেতে গিয়ে যদি আপনার জিভ পুড়ে যায় যেখানে পুড়ে গেছে সেখানে চিনি দিয়ে রাখুন, আরাম পাবেন পোড়া জায়গায় মধু দিতে পারেন, সহজে ফোসকা পড়বে না এতে জিভের জ্বালা ভাব অনেক কমবে যদি জিভ পুড়ে যায় তাহলে অ্যালোভেরা জেল দিতে পারেন জিভ পুড়ে গেলে সেই পোড়া জায়গায় অল্প করে বা এক চামচ টক দই দিয়ে দেবেন, এতে জ্বালাভাব থেকে আরাম পাবেন