Image Source: Pixabay

রান্না করতে করতে হঠাৎ ভুলেই চোখে লঙ্কার হাত চলে যায়।

Image Source: Pixabay

আর জ্বলেপুড়ে ওঠে চোখ।

Image Source: Pixabay

এই অবস্থায় দ্রুত চোখ পরিস্কার না করলে বড় ক্ষতির ঝুঁকি থাকে।

Image Source: Pixabay

লঙ্কার জ্বালাপোড়া থেকে চোখ বাঁচাতে জল দিয়ে বারবার চোখ ধুতে থাকুন।

Image Source: Pixabay

খুব বেশি পরিমাণে লঙ্কাগুঁড়ো চোখে গেলে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন।

Image Source: Pixabay

এর জন্য জলের মধ্যে কিছু বরফ মিশিয়ে জল ঠান্ডা করে নিতে হবে।

Image Source: Pixabay

জলের বদলে চাইলে দুধও ব্যবহার করতে পারেন। তবে ঠান্ডা দুধ বেশি ভাল।

Image Source: Pixabay

চোখ ধোয়ার পর লাল ভাব ধীরে ধীরে কমে যায়। জ্বালাভাবও কমে।

Image Source: Pixabay

লঙ্কাগুঁড়ো পড়লে চোখ ফুলে যায়। সেই ফোলাভাবও কমে আসে ধীরে ধীরে।

Image Source: Pixabay

এর পরেও কাজ না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল।