কর্পুর খেলে কী হবে শরীরে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

প্রদীপ জ্বালাতে অনেক সময় কর্পূর লাগে।

Image Source: Freepik

কেউ চাইলে কর্পূর খেতেও পারেন।

Image Source: Freepik

কিন্তু তাতে সমস্যা বাড়তে শরীরে।

Image Source: Freepik

কর্পূর খেলে ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে।

Image Source: Freepik

স্নায়ুতন্ত্র ও কিডনিতে গভীর প্রভাব দেখা যায়।

Image Source: Freepik

মুখ ও গলায় প্রদাহ দেখা দিতে পারে কর্পূর খেলে।

Image Source: Freepik

এমনকী ব্যক্তির বমিও হয়ে যেতে পারে।

Image Source: Freepik

শিশুদের জন্য কর্পূর বিষের মত।

Image Source: Freepik

এতে মাংসপেশির দৌর্বল্য, কাঁপুনিও দেখা দিতে পারে।

Image Source: Freepik