পেটের সমস্যায় সমাধানের পথ দেখাতে পারে আদা চা

Published by: ABP Ananda

প্রদাহ বিরোধী উপাদান আছে, তাতে পেট ফাঁপা, বদহজম কমিয়ে আরাম দিতে পারে

Published by: ABP Ananda

পুদিনা পাতা পেটের যে কোনও গোলযোগ মেটাতে পারে

Published by: ABP Ananda

পেট ব্যথা কমিয়ে পেশিকে আরাম দেয়, বদহজম কমাতে পারে

Published by: ABP Ananda

পটাসিয়াম যুক্ত এই ফল পেট ভাল রাখে

Published by: ABP Ananda

পেটের জন্য উপকারী ফল কলা পেকটিন, পটাসিয়াম যুক্ত, যা বদহজম থেকে পেট ফাঁপা কমায়

Published by: ABP Ananda

পেটের যে কোনও সমস্যা কমাতে কার্যকরী অ্যাপল সিডার ভিনিগার

Published by: ABP Ananda

স্বল্প পরিমাণ এই ভিনিগার অ্যাসিডিটি কমায়, সামান্য গরম জলে মিশিয়ে পান করা যেতে পারে

Published by: ABP Ananda

গরম গরম ধোঁয়া ওঠা ভাত পেটের যাবতীয় সমস্যায় আরাম দেয়

Published by: ABP Ananda

এনার্জি বাড়িয়ে সহজেই হজম হয় ভাত, পেটের সমস্যা হলে, গরম ভাত শুধু বা জল দিয়ে খাওয়া যেতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda