শেখাতে পারিবারিক নিয়ম, নিয়মানুবর্তিতা

Published by: ABP Ananda

সন্তানের কাছ থেকে আপনি কী চাইছেন বা তার ব্যবহার কেমন হওয়া উচিত পরিষ্কার করে বুঝিয়ে বলুন

Published by: ABP Ananda

সংযত হতে হয় কীভাবে তা শেখাতে হবে আপনাকেই

Published by: ABP Ananda

শিশুরা সাধারণত লাথি মেরে, কোনও কিছুতে আঘাত করে রাগের বহিঃপ্রকাশ করে, তা যে উচিত নয় সেটা বলতে হবে

Published by: ABP Ananda

ইতিবাচক বিষয়ে প্রশংসা করতে হবে

Published by: ABP Ananda

প্রশংসা পেতে সবাই পছন্দ করে, সন্তান যখন ভাল কিছু করবে সেই কাজের প্রশংসা করুন

Published by: ABP Ananda

মারধরে ইন্ধন জোগাবেন না, বরং তা নিয়ন্ত্রণের চেষ্টা করুন

Published by: ABP Ananda

যখন মারধর করছে, তখন সেখান থেকে সরিয়ে নিন; মাথা ঠান্ডা হলে বুঝিয়ে বলুন কেন এটা করা উচিত না

Published by: ABP Ananda

সন্তান রেগে গেলেও মাথা ঠান্ডা রাখতে হবে বাবা-মাকে, বকে বা চিৎকার করে নয়, শান্তভাবে বোঝাতে হবে সবকিছু

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda