মাইগ্রেন মানে শুধু মাথায় তীব্র যন্ত্রণা হয় তা নয়। তার সঙ্গে দেখা দেয় আরও অনেক উপসর্গ। মাথা ব্যথার পাশাপাশি মাইগ্রেনের সমস্যা গা-গোলানো, বমি ভাবও দেখা দেয় অনেকের ক্ষেত্রে। মাথা যন্ত্রণার ক্ষেত্রেও বিশেষ ধরন দেখা যায়। কারও কপালের অর্ধেক অংশে ব্যথা হয়। কারও বা মাথার পিছনের অংশে যন্ত্রণা হয়। মাইগ্রেন অ্যাটাক হলে চোখের চারপাশের অংশেও ব্যথা হতে পারে। কফি খেলে কি মাইগ্রেনের সমস্যা বা ব্যথা কমে? এই নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। মাইগ্রেনের কারণে মাথায় যন্ত্রণা হলে সেই সময় কফি খেলে অনেকসময় সাময়িক একটু আরাম পাওয়া যায়। কিন্তু কফি খাওয়ার অভ্যাস কখনই মাইগ্রেনের মাথা ব্যথার সমস্যা সারাতে পারে না। বরং বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় কফি খেলে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তাররা মাইগ্রেনের সমস্যা থাকলে কফি খেতে বারণ করেন। অতএব মাইগ্রেনের সমস্যা যাঁদের রয়েছে তাঁরা সাবধানতার জন্য কফি খাওয়ার থেকে বিরত থাকুন।