চুল ভাল রাখতে খেতে পারেন কমলালেবু

Published by: ABP Ananda

কমলালেবুতে আছে ভিটামিন C, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে এবং চুল পড়া কমতে পারে

Published by: ABP Ananda

পাতে পেয়ারা থাকলে চুল থাকবে সুন্দর

Published by: ABP Ananda

গোড়া থেকে চুল ছেঁড়া বা পড়া রোধ করে পেয়ারায় উপস্থিত ভিটামিন C

Published by: ABP Ananda

গোড়া থেকে চুল মজবুত করে যে কোনও ধরনের আঙুর

Published by: ABP Ananda

ভিটামিন C এবং E যুক্ত এই ফল চুল পড়া রোধ এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে

Published by: ABP Ananda

বেদানার গুণে চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল

Published by: ABP Ananda

এই ফলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তাতে চুল গোড়া থেকে হয় মজবুত

Published by: ABP Ananda

ব্লুবেরি প্রতিদিন খেলে চুল হবে সুন্দর

Published by: ABP Ananda

দূষণের কারণে চুলের ক্ষতি রোধ করে ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda