অতিরিক্ত স্ট্রেস কি কমিয়ে দেয় সন্তানধারণের ক্ষমতা? বর্তমান জীবনে এই প্রশ্ন ঘুরে ফিরে বারে বারেই আসে।
বর্তমানে পুরুষ ও নারী উভয়ের মধ্যেই সন্তান ধারণ নিয়ে বিভিন্ন সমস্যা দেখা যায়। এর একটা কারণ অবশ্যই বয়স
বর্তমানে নারীদের বেশি বয়সে সন্তান পরিকল্পনা করার প্রবণতা বাড়ছে। এর ফলে তৈরি হচ্ছে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর
বয়সের সঙ্গে সঙ্গে যেমন নারীদের পিরিয়ডস সংক্রান্ত একাধিক সমস্যা হতে পারে, তেমনই পুরুষদের ক্ষেত্রেও শুক্রাণুর উর্বরতা কমতে পারে
তবে শুধুমাত্র বয়স নয়, গর্ভধারণ ক্ষমতা কমার একটি অন্যতম কারণ হতে পারে স্ট্রেস
অতিরিক্ত মানসিক চাপ পুরুষ শুক্রাণুকে দুর্বল করে দিতে পারে। এর ফলে কমতে পারে প্রজনন ক্ষমতা
অতিরিক্ত স্ট্রেস আসলে শরীরে হরমোনগুলোকে ওলটপালট করে দেয়। এর ফলে কমতে পারে স্পার্ম কাউন্ট
Oxidative stress-এর কারণে পুরুষ শুক্রাণুর গুণমান নষ্ট হতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদি সমস্যা।
মানসিক চাপ প্রয়োজনীয় হরমোনের মাত্রা কমাতে পারে। যেমন টেস্টোস্টেরন এবং লুটেইনাইজিং হরমোনের ওপর প্রভাব ফেলে মানসিক চাপ
মহিলাদের মধ্যে স্ট্রেসের কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে এবং স্ট্রেসের কারণে ডিম্বাণু উৎপাদনে সমস্যা হতে পারে