চিনাবাদাম না কাজু, কোনটা শরীরের জন্য বেশি উপকারী ? চিনাবাদাম ও কাজু, দুই-ই স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু, দু'টিতেই পৃথক পুষ্টিগুণ থাকে যে কারণে দুইয়ের উপকারিতাও ভিন্ন বাদামে ভিটামিন, ফাইবার ও আয়রন ভরপুর পরিমাণে থাকে বাদামে থাকা ফ্যাট হার্টের জন্য উপকারী এছাড়া নিয়মিত চিনাবাদাম খেলে ওজন কমতে পারে কাজুতে কার্বোহাইড্রেট, ভিটামি কে ও সি পাওয়া যায় কাজুতে থাকা ম্যাগনেসিয়াম মাংসপেশিকে আরাম দেয় এর পাশাপাশি উদ্বেগ-দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এই ড্রাই ফ্রুট