প্রেগনেন্সির সময় কফি খাওয়া কি ঠিক ? প্রেগনেন্সির সময় স্বভাবতই খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকা দরকার। এই সময় কি কফি খাওয়া ঠিক ? কফিতে ভরপুর ক্যাফেইন থাকে যা আমাদের স্নায়ুতে প্রভাব ফেলে। প্রেগনেন্সির সময় মা যা-কিছুই খান, তার প্রভাব পড়ে ভ্রুণের উপর। এই সময় ক্যাফেইন বহু সময় ধরে পাচিত হয় রক্তবাহে। অতিরিক্ত ক্যাফেইন শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা দেয়। এতে শিশুর ব্যবহারিক ও বৌদ্ধিক ক্ষেত্র প্রভাবিত হতে পারে। চিকিৎসকদের মতে, ২০০ মিলিগ্রামের কম ক্যাফেইনে ঝুঁকি থাকে না। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।