প্রতি মাসে পার্লারে গিয়ে
ABP Ananda

প্রতি মাসে পার্লারে গিয়ে
ওয়্যাক্সিং করা হয় না


গোটা মুখে থ্রেডিংও
ABP Ananda

গোটা মুখে থ্রেডিংও
পোষায় না অনেকের


তাই মুখ শেভ করার
ABP Ananda

তাই মুখ শেভ করার
পক্ষপাতী তাঁরা


কিন্তু মুখ শেভ করা
ABP Ananda

কিন্তু মুখ শেভ করা
ভাল না খারাপ?


ABP Ananda

ডেড সেলস তুলতে শেভ
করা যেতে পারে মুখ


ABP Ananda

সূক্ষ্ম রোম, যা সহজে ঠাহর হয় না,
তাও উঠে যায় শেভিংয়ে


ABP Ananda

এতে ত্বক মসৃণ হয়,
ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে


ABP Ananda

তবে শুষ্ক ত্বক
শেভ না করাই ভাল


ABP Ananda

ভোঁতা হয়ে যাওয়া রেজর
না ব্যবহার করাই ভাল


তাড়াহুড়ো করবেন না,
চেপে শেভিংও করবেন না


শেভিংয়ের জন্য সঠিক
যন্ত্রপাতি থাকা প্রয়োজন


নিজে নিজে না করে
পেশাদারের সাহায্য নিন
ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।