শীতের অতি পরিচিত সবজি ফুলকপি, যা যে কোনওভাবে রান্না করলে খাবারের স্বাদে নতুন মাত্রা যোগ করে

Published by: ABP Ananda

তবে শুধুমাত্র স্বাদ নয়, ফুলকপির গুণে একাধিক শারীরিক সমস্যাও দূর হতে পারে

Published by: ABP Ananda

প্রচুর পরিমাণে ফাইবার আছে ফুলকপিতে, তাতে প্রদাহ কমে এবং হজম ক্ষমতা বাড়তে পারে

Published by: ABP Ananda

এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এনজাইম বের করে শরীর ডিটক্সিফাই করে

Published by: ABP Ananda

ফুলকপিতে উপস্থিত ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল কমাতে পারে, হার্টের রোগের আশঙ্কাও কমে

Published by: ABP Ananda

ক্যালোরি পরিমাণ কম থাকায়, ওজন কমাতে পারে এই সবজি

Published by: ABP Ananda

ফুলকপিতে আছে কোলিন, যা একাধিক রোগ সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে

Published by: ABP Ananda

কার্বোহাইড্রেট খাওয়ার পরিমাণ কমাতে চাইলে ফুলকপি রাখা যায় পাতে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda