সব ইন্ডোর প্ল্যান্টের রোদের প্রয়োজন হয় না, যতই ঠান্ডা পড়ুক না কেন

Published by: ABP Ananda

গাছের ধরন অনুযায়ী, তাকে ঘরে রাখতে হবে নাকি বারান্দায় তা ঠিক করতে হবে

Published by: ABP Ananda

এই সময় প্রচন্ড ঠান্ডা এমন জায়গায় রাখা যাবে না, আবার ওভেন বা ওই ধরনের কিছু থেকেও দূরে রাখতে হবে

Published by: ABP Ananda

গাছ জানলায় থাকলে খেয়াল রাখতে হবে তা যেন ঠান্ডা কাচে ছোঁয়া না থাকে

Published by: ABP Ananda

গাছের চারপাশে আর্দ্রতা বাড়াতে রুম হিউমিডিফায়ার বা জলের ট্রে ব্যবহার করুন

Published by: ABP Ananda

জল ভর্তি ট্রে-তে পাথর ঢালতে হবে, এমনভাবে রাখতে হবে যাতে জল স্পর্শ না করে গাছ

Published by: ABP Ananda

শীতকালে গাছগুলিকে কম জল দিন, শিকড় পচে যেতে পারে,

Published by: ABP Ananda

মাটির উপরের অংশ শুকিয়ে গেলে অল্প পরিমাণে জল স্প্রে করে দিতে পারেন

Published by: ABP Ananda

প্রতিদিন গাছের পাতার যত্ন নিতে হবে, যাতে তা ধুলো না জমে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda