ত্বকের জন্য স্ট্রবেরি খুবই উপকারি একটি ফল। এই ফল খেলে কিংবা স্ট্রবেরি ফেসওয়াশ, বা অন্য উপকরণ ব্যবহার করলে উপকার পাবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি এবং স্যালিসাইলিক অ্যাসিড। এই দুই উপকরণ ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখতে, জেল্লা ফেরাতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্লুবেরি খেতে যেমন সুস্বাদু তেমনই ত্বকের জন্য উপকারি এই ফল। কীভাবে ত্বকের খেয়াল রাখে ব্লুবেরি দেখে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন এ ও সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ব্লুবেরির মধ্যে। এইসব উপকরণ বলিরেখা বা রিঙ্কেলসের সমস্যা দূর করতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

র‍্যাসপবেরি জাম দেখতে খুবই আকর্ষণীয়। খেতেও সুস্বাদু। এই জামও আমাদের ত্বকের খেয়াল রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে র‍্যাসপবেরির মধ্যে যা মূলত আমাদের ত্বককে হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্ল্যাকবেরি বা কালোজাম খাওয়া সার্বিক ভাবেই স্বাস্থ্যের পক্ষে ভাল। এই জাম ত্বকেরও খেয়াল রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন সি ও ই রয়েছে ব্ল্যাকবেরিতে। ত্বকের ক্ষত সারাতে এবং ত্বক রক্ষা করার ক্ষেত্রে সাহায্য করে এই দুই ভিটামিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ক্র্যানবেরি জুস খেতে অনেকেই পছন্দ করেন। এই জাম দিয়ে তৈরি হয় অনেক সুস্বাদু পদ। এই জাম আমাদের ত্বকেরও খেয়াল রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ রয়েছে ক্র্যানবেরিতে। ব্রনর সমস্যা দূর করতে এই বিশেষ ধরনের জাম সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels