প্রিয় মানুষের সঙ্গে
ঝগড়া-অশান্তি
ভাল লাগে না

তর্কাতর্কি শেষ হতে
পারে সামান্য কথায়,
পরখ করতে পারেন

পরস্পরকে বুঝতে যে
কোথাও সমস্যা হচ্ছে,
বোঝান প্রিয়জনকে

আপনার সমস্যা
বুঝতে অসুবিধা হচ্ছে,
সেকথা জানান

সামনের জন কী আশা
করছেন আপনার থেকে,
খোলাখুলি জানতে চান

আপনি তাঁর অবস্থান
বুঝতে চান,
সেটা জানান প্রিয়জনকে

কী করলে তাঁর
ভাল লাগবে,
জিজ্ঞেস করুন

আপনার কী কী
বিষয়ে তাঁর আপত্তি,
নরম থেকেই জানতে চান

ঝগড়া থামিয়ে
আলোচনার প্রস্তাব দিন,
থিতিয়ে আসবে পরিস্থিতি

যে বিষয়ে একমত,
যে বিষয়ে দ্বিমত,
খোলাখুলি জানান