কার কত টাকা রয়েছে সেই অনুযায়ী নয়, বরং সততা, নিষ্ঠা দেখে মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে

কার কত টাকা রয়েছে সেই অনুযায়ী নয়, বরং সততা, নিষ্ঠা দেখে মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে

মুখে বলা সহজ, কাজ করা কঠিন, এমন মানুষের সঙ্গে মেলামেশা করুন যাঁর কথার সঙ্গে কাজের মিল রয়েছে



ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন, এমন মানুষের থেকে দূরে থাকুন, যার আচরণ বদলে যায়



উল্টো দিকে মানুষের পছন্দ অনুযায়ী, তাঁর চরিত্র বোঝা সম্ভব



পরিস্থিতি যেমনই হোক না কেন আপনার সঙ্গে উল্টো দিকের মানুষ থাকছে কিনা তা দেখে তাঁকে চেনা সম্ভব



সম্পর্কে জন্য তাড়াহুড়ো নয়, কাউকে বিশ্বাস করার আগে তাঁর চরিত্র বুঝতে হবে



এমন মানুষের সঙ্গে মেলামেশা করুন, যাঁরা আপনার উন্নতি এবং জ্ঞান বাড়াতে সাহায্য করবেন



লক্ষ্য করতে হবে আপানার মতামতকে গুরুত্ব এবং শ্রদ্ধা করা উচিত



যাঁর লক্ষ্য অনেক উঁচুতে এমন মানুষের সঙ্গে থাকুন, তাতে আপনিও অনুপ্রাণিত হবেন



নেতিবাচক ভাবনা যাঁদের মধ্যে রয়েছে, তাঁদের থেকে দূরে থাকতে হবে, নাহলে তা আপানির উন্নতিতেও বাধা হয়ে দাঁড়াতে পারে