নেল পলিশ পরা সহজ, কিন্তু তোলা কষ্টকর কাজ তবে রিমুভার ছাড়াও সহজে তুলতে পারেন নেলপলিশ অ্যালকোহলে তুলো ভিজিয়ে ঘষলে সহজে উঠে যায় নেলপলিশ হোয়াইট ভিনিগার ও কমলালেবুর রসের মিশ্রণেও উঠে যায় নেলপলিশ তবে এক্ষেত্রে নখের উপর রসে ভেজানো তুলো ১০ মিনিট রাখতে হবে লেবুর পাতলা টুকরে কেটে নখের উপর রেখে দিন কিছু ক্ষণ এর পর ঘষে নিলেই নখ পরিষ্কার হয়ে যাবে টুথপেস্ট এবং বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে নখের আশেপাশে কাটাছেঁড়া থাকলে সতর্ক হোন ক্ষতের উপর লেবু পড়লে জ্বালা করতে পারে