কাজ করার সময় চুইংগাম চিবানোর অভ্যেস অনেকের ।



অনেকেরই দাবি, চুইংগাম চিবানোর অভ্যেস থাকলে মন কাজের দিকে থাকে বেশি করে।



চুইংগাম চিবানোর অভ্যেস চাপ মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস করে।



চুইংগাম মুখের দুর্গন্ধ রোধ করে। দাঁতের ক্ষয় হ্রাস করে।



চুইংগাম মানসিক চাপ ভুলে কাজে মন দিতে সাহায্য করে।



কাজের সময় অনেকেরই খাই-খাই ভাব হয়। সেটাই আটকায় চুইংগাম।



মেজাজ মেজাজ ভাল রাখতে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে।



চুইংগাম মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে।



চুইংগাম মুখ থেকে রসুন এবং পেঁয়াজের মতো তীব্র গন্ধযুক্ত খাবারের গন্ধ কমায়।



চিনি-মুক্ত গাম চিবানো মুখের ভাল এক্সারসাইজও।