অনেকেরই অভ্যাস রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দু-তিন কোয়া রসুন চিবিয়ে খাওয়ার। এই অভ্যাস সত্যিই আমাদের স্বাস্থ্য ভাল রাখে। দূর করে একাধিক রোগ। খালি পেটে রসুন চিবিয়ে খেলে কী কী উপকার পাবেন জেনে নিন। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং সালফার জাতীয় উপকরণ রয়েছে রসুনের মধ্যে। খালি পেটে রসুনের কোয়া চিবিয়ে খেলে আমাদের শরীরের রোহ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ প্রচুর পরিমাণে রয়েছে রসুনের মধ্যে। তার ফলে শরীরের প্রদাহজনিত সমস্যা কমায় রসুন। ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রসুন। খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস থাকলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে। খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস থাকলে বদহজমের সমস্যা দূর হবে। ভাল থাকবে অন্ত্র। দেখা দেবে না অ্যাসিডিটির সমস্যা। রসুন আমাদের বডি ডিটক্সিফিকেশনেও সাহায্য করে। তার পাশাপাশি ভাল রাখে লিভারের স্বাস্থ্য।