গামছার জায়গা অনেক আগেই তোয়ালে নিয়েছে কিন্তু তোয়ালে কাচতে গায়ে জ্বর আসে আমাদের কতদিন অন্তর, কীভাবে কাচবেন তোয়ালে, জেনে নিন বিশদ কাচা তোয়ালেতেও জীবাণু, ব্যাকটিরিয়া জমতে পারে তিন থেকে চার বার ব্যবহারের পরই কাচা উচিত তোয়ালে শরীরচর্চার পর তোয়ালে ব্যবহার করলে, সঙ্গে সঙ্গে কেচে নিন শুধুমাত্র হাত মোছার তোয়ালে সপ্তাহে একবার কাচলে চলবে তবে বাড়িতে শিশু, পোষ্য থাকলে, হাতমোছার তোয়ালে ২-৩ দিনে কাচুন গরম জলে ভিজিয়ে রেখে কেচে নিন তোয়ালে তোয়ালে হাওয়ায় মেলে দিন, এতে অনেক দিন নরম থাকবে