ওমেগা থ্রি ফ্যাটি্ অ্যাসিড, ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট কী নেই ! রোজ এক থেকে দু'চামচেই উপকার।

হার্টের স্বাস্থ্য থেকে হজমে উপকার, প্রদাহ থেকে মুক্তি, হরমোনে ভারসাম্য আনা। চিয়া সিডসের হাজারো এরকম গুণের কথা জানা।

চিয়া সিডস খাওয়া যায় ইয়োগার্টে মিশিয়ে, স্মুদিস আকারে বা পুডিং বানিয়ে।

কিন্তু, একটা প্রশ্ন থেকেই যায়। চিয়া সিডসে কি সবার উপকার ? মুঠো মুঠো চিয়া সিডস কি খেতে হয় ?

উত্তর দুটি ক্ষেত্রেই, 'না'। বরং উলটোটা। চিয়া সিডস খাওয়ার সময় সাবধানতা

অবলম্বন না করলে গলায় আটকে যাওয়ার ঝুঁকিও থেকে যায়।

বিশেষজ্ঞরা বলেন, যাঁরা ব্লাড থিনার জাতীয় ওষুধ নিচ্ছেন, তাঁরা অবশ্যই চিয়া সিডস জাতীয় খাবার খাওয়ার আগে বিশেষজ্ঞর পরামর্শ মেনে চলবেন।

ক্যালোরি বেশি থাকে চিয়া সিডসে। ফলে যাঁদের অত্যধিক ক্যালোরি গ্রহণে মানা, তাঁরা অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ মেনে চলুন।

চিয়া সিডস খাওয়ার আগে, গর্ভবতী মা এবং সদ্য মা হয়েছেন যাঁরা, তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন।

চিয়া সিডস খেলে অ্যালার্জিজনিত অসুবিধা হতে পারে, তাই এ ধরনের ইতিহাস যাদের রয়েছে,

তাঁরা নিজেদের মেডিক্যাল ইতিহাস মেনে চলুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

চি্য়া সিডস জাতীয় খাবার প্রচুর পরিমাণে জল শোষণ করে। তাই এটি খাওয়ার সঙ্গে সঙ্গে পরিমিত জল খাওয়াও প্রয়োজন।

গ্যাস ও পেট ফোলার সমস্যা যাদের রয়েছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলুন।