জিমে বা বাড়িতে শরীরচর্চার পর পেট খালি রাখা কোনওভাবেই চলবে না

Published by: ABP Ananda

তাই শরীরচর্চা শেষে অবশ্যই খেতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবার

Published by: ABP Ananda

বিশেষত প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে শরীরচর্চার পর

Published by: ABP Ananda

সেদ্ধ ডিমে তেল থাকে না তাই জিমের শেষে প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে ডিমের সাদা অংশ খাওয়া যেতে পারে

Published by: ABP Ananda

শরীরচর্চার পর খেতে পারেন বেসনের রুটি, তাতে মেশাতে পারেন পছন্দের সবজিও

Published by: ABP Ananda

শরীরচর্চার পর খিদে পেলে সোয়বিন দিয়ে ভুজিয়া বানিয়ে খেতে পারেন

Published by: ABP Ananda

পাউরুটিতে প্রোটিন সমৃদ্ধ পিনাট বাটার মিশিয়ে খেতে পারেন

Published by: ABP Ananda

পেশির গঠন এবং ওজন কমাতে সহায়ক, গ্রিল করে খেতে পারেন চিকেন

Published by: ABP Ananda

শরীরচর্চার পর খেতে পারেন ছানা, পছন্দের ফল বা নুন এবং গোলমরিচ মিশিয়ে খাওয়া যেতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda