মেথি তেল চুলের পরিচর্যায় নানা ভাবে কাজে লাগে। তবে ত্বকের যত্নেও এই তেলের গুরুত্ব কিছু কম নয়।

Published by: ABP Ananda

নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ভাল করে ফুটিয়ে নিয়ে বাড়িতে সহজে তৈরি করা যায় মেথি তেল।

Published by: ABP Ananda

মেথির মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। তাই ত্বকের যাবতীয় র‍্যাশ, জ্বালাভাব দূর করে মেথি তেল।

Published by: ABP Ananda

এছাড়াও মেথি তেল ত্বকের লালচে ভাব দূর করে। ব্রনর সমস্যা কমায়। দাগছোপও দূর করে।

Published by: ABP Ananda

ত্বকে অনেকসময় বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। সেইসব সংক্রমণ দূর করতেও কাজে লাগে মেথি তেল।

Published by: ABP Ananda

খুশকির থেকে সমস্যা হয় ত্বকেও। সেই সমস্যাও দূর করতে কাজে লাগে মেথি তেল।

Published by: ABP Ananda

ত্বকের এগজিমা জাতীয় সমস্যাও মেথি তেল সহজে দূর করতে পারে।

Published by: ABP Ananda

ত্বকে অনেকসময় বিভিন্ন ক্ষত হয়। সেই ক্ষতস্থান শুকোতে এবং তার দাগ দূর করতে মেথি তেল কাজে লাগে।

Published by: ABP Ananda

আপনার ত্বক যদি সেনসিটিভ ধরনের হয় তাহলে মেথি তেল ব্যবহারের আগে একবার ডার্মাটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার।

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপকরণ থাকার ফলে ব্রনর সমস্যা কমাতে মেথি তেল কাজে লাগে।

Published by: ABP Ananda