কুমড়োতে আছে ভিটামিন A,C,E, একইসঙ্গে রয়েছে জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট

Published by: ABP Ananda

কুমড়োতে উপস্থিত ভিটামিন C কোলাজেন তৈরিতে সাহায্য করে

Published by: ABP Ananda

সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে, তা থেকে রক্ষা করে কুমড়ো

Published by: ABP Ananda

ব্রণর দাগ কমাতে পারে কুমড়োর নির্যাস

Published by: ABP Ananda

শুধু দাগই নয়, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণও দূর করতে পারে

Published by: ABP Ananda

মাস্ক তৈরি করতে অর্ধেক কাপ কুমড়োর পাল্প, ডিম, মধু, অ্যাপেল সিডার ভিনিগার প্রয়োজন

Published by: ABP Ananda

প্রত্যেকটি উপাদান একটা বাটিতে ভাল করে মেশাতে হবে

Published by: ABP Ananda

ভাল করে মুখ ধুয়ে ওই মাস্ক লাগাতে হবে

Published by: ABP Ananda

২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda