Image Source: পিক্স্যাবে

ওজন কমানোর জন্যই চিয়া সিডস খাওয়ার চল রয়েছে।

Image Source: পিক্স্যাবে

তবে শুধু খেলেই হল না।

Image Source: পিক্স্যাবে

খাওয়ার পাশাপাশি কিছু নিয়ম না মানলেই নয়।

Image Source: পিক্স্যাবে

১০০ গ্রাম চিয়া সিডসে ক্যালোরির পরিমাণ ৪৮৬ ক্যালোরি।

Image Source: পিক্স্যাবে

সেখানে এক টেবিল চামচ চিয়া সিডসে প্রায় ১০০ ক্যালোরি থাকে।

Image Source: পিক্স্যাবে

অন্যদিকে এক বাটি ভাতের মধ্যে ক্যালোরি এর দ্বিগুণ অর্থাৎ ২০০ ক্যালোরি।

Image Source: পিক্স্যাবে

অর্থাৎ চিয়া সিডস যদি বেশি খান, তাহলে শরীরে ক্যালোরির পরিমাণ বাড়বে।

Image Source: পিক্স্যাবে

এর ফলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে।

Image Source: পিক্স্যাবে

হিতে বিপরীত যাতে না হয়, তার জন্য রোজ ১ চামচ চিয়া সিডসই খান।

Image Source: পিক্স্যাবে

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।