ত্বকের জন্য চিয়া সিডস অত্যন্ত উপকারী একটি জিনিস। এটি ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়।

Published by: ABP Ananda
Image Source: pexels

আসলে চিয়া সিডস ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এই বীজ নিজে অনেকটা জলধারণ করতে পারে বলে ত্বককে পর্যাপ্ত আর্দ্রতা দেয়।

Image Source: pexels

চিয়া সিডস ত্বকে জ্বালাভাব কমায় ও ত্বককে আরাম দেয়। সেই কারণেই অনেকে চিয়া সিডস ব্যবহার করেন

Image Source: pexels

চিয়া সিডসে ওমেগা ৩ আর ফ্যাটি অ্যাসিডের গুণাগুণ থাকে। এর ফলে এটি ত্বকের পক্ষে ভাল।

Image Source: pexels

চিয়া সিডসের সঙ্গে বিটের রস মিশিয়ে পান করলে ত্বক উজ্জ্বল হয়, ত্বক আর্দ্র ও থাকে।

Image Source: pexels

ত্বকের অকাল বার্ধক্যকে রোধ করে চিয়া সিডস। এই কারণে অনেকেই নিয়মিত চিয়া সিডস ভেজানো জল পান করে থাকেন।

Image Source: pexels

বিটে আয়রন আর ভিটামিন সি থাকে। চিয়া সিডসের সঙ্গে মিশে এটি ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়।

Image Source: pexels

বীটের রস শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, এর ফলে ত্বক ভাল থাকে। সারা শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন হয়।

Image Source: pexels

চিয়া সিডস শরীরে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি ত্বকের টানটান ভাব বজায় রাখে

Image Source: pexels

অ্যাকনে সংক্রান্ত সমস্যা কমায় চিয়া সিডস। পাশাপাশি, ত্বককে ডিটক্স ও করে।

Image Source: pexels