মধু ঠোঁটের স্বাভাবিক ময়শ্চারাইজার ফিরিয়ে আনে, সামান্য পরিমাণ মধু লাগিয়ে কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন



ঠোঁট ফাটলে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে, সারাদিনে যে কোনও সময় ঠোঁটে মেখে নিতে পারেন এই তেল



ঠোঁট নরম রাখতে সাহায্য করে অ্যালোভেরা, জেল হিসেবে বা লিপ বাম হিসেবে ব্যবহার করা যায়



শসায় আছে প্রচুর পরিমাণে জল, এক কুচি শসা ঠোঁটে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে



দুধ বা গ্লিসারিনে কিছুক্ষণ গোলাপের পাঁপড়ি ভিজিয়ে তা পেস্ট করে ঠোঁটে লাগানো যেতে পারে



চিনির স্ক্রাবার মৃত কোষ দূর করে



শিয়া বাটার ঠোঁট ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে, রাতে ঘুমানোর আগে ব্যবহার করা যায়



ঠোঁট ফাটা দূর করে জোজোবা ওয়েল, সারাদিনে একাধিকবার এই তেল ঠোঁটে ব্যবহার করা যায়



জলের অভাবেও ঠোঁট ফাটে, তাই সারাদিনে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন