কেক বানানোর অন্যতম প্রধান উপকরণ ময়দা তবে ময়দা বাদেও ঘরে থাকা আরও তিন উপকরণ দিয়ে করা যায় চকোলেট কেক এই কেক বানানোর জন্য উপকরণ যেমন কম লাগে তেমন সময়ও ব্যয় হয় কম কেক বানাতে ৪টে কলা, অর্ধেক কাপ পিনাট বাটার, অর্ধেক কাপ কোকো পাউডার প্রয়োজন প্রথমে কলা মিক্সার মেশিনে পেস্ট করে নিতে হবে এবার একটা পাত্রে পেস্ট করা কলা সহ কোকো পাউডার এবং পিনাট বাটার মেশাতে হবে এবার বেক করার পাত্রে বাটার পেপার বা সামান্য বাটার গ্রিস করে নিতে হবে পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট সময় দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে দিতে হবে কেক হয়ে গেলে ঘরের তাপমাত্রায় রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হলে উপর থেকে চকোলেট ছড়িয়ে রেখে দিতে হবে ফ্রিজে